50
পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত অধরা। গত এক সপ্তাহে এক দিনও কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নীচে নামেনি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ-ছ’দিনেও তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ, পারদ স্বাভাবিকের উপরেই থাকবে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ-ছ’দিনেও তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ, পারদ স্বাভাবিকের উপরেই থাকবে। তবে রাজ্যের একাধিক জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
ও দিকে, উত্তরের উঁচু পার্বত্য এলাকাগুলিতে ঘন কুয়াশার সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা। ইতিমধ্যেই শৈলশহরে তিন থেকে চার ডিগ্রী পারদ নেমেছে। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা চার ডিগ্রি ছুঁইছুঁই। সব মিলিয়ে ঠান্ডায় কাবু উত্তরবঙ্গবাসী।