অরবিন্দ কেজরিওয়ালকে নবম বার সমন ইডি-র, হাজিরা দেবেন কি দিল্লির মুখ্যমন্ত্রী?

নয়াদিল্লি: গত শনিবার আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছিল আদালত। তার কয়েক ঘণ্টার মধ্যেই ফের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আবগারি দুর্নীতি মামলায় নবম বার তলব করে আগামী ২১ মার্চ তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।

রবিবার একটি প্রেস কনফারেন্সে দিল্লির মন্ত্রী এবং আপ নেত্রী আতিশি মামলাটিকে ভুয়ো বলে অভিহিত করে বলেন, অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করার জন্য এটি একটি পরিকল্পনা। তাঁর কথায়, “দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গতকাল সন্ধ্যায় ইডির আরেকটি সমন পেয়েছেন…তারা তাঁকে দিল্লি জল বোর্ডের সঙ্গে সম্পর্কিত কিছু তদন্তে যোগ দিতে বলেছে…।”

একই সঙ্গে তাঁর সংযোজন, “আমরা এই বিষয়ে ইডিক নথিভুক্ত করা মামলা সম্পর্কে কিছুই জানি না। শুধু এটুকু জেনেছি, এই ভুয়ো মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে তলব করা হয়েছে।”

বলে রাখা ভালো, আবগারি দুর্নীতি মামলায় এর আগে আট বার তলব করেছিল ইডি। কিন্তু প্রত্যেক বারই তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। এখন দেখার নবম সমনে দিল্লির মুখ্যমন্ত্রী সাড়া দেন কি না!

Related posts

অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট, ইঙ্গিতবাহী মন্তব্য মমতার

‘বাংলা বিরোধীদের বিসর্জন সময়ের অপেক্ষা’, মনোনয়ন পেশ করে আশাবাদী অভিষেক

পর্দা ফাঁস করে চলেছেন একের পর এক অভিযোগকারিণী, সন্দেশখালি কি এখন ব্যুমেরাং হয়েছে বিজেপির?