কলকাতা: বহুল চর্চিত আরজি কর মামলায় জামিন পেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। শুক্রবার আদালত তাঁদের ২০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছে।
মামলায় ৯০ দিনের সময়সীমা পেরিয়ে গেলেও চার্জশিট দিতে পারেনি সিবিআই। এই কারণেই জামিন মঞ্জুর করা হয়েছে বলে জানায় আদালত।
অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে তদন্তের জন্য গ্রেপ্তার করেছিল সিবিআই। তবে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত এজেন্সি অভিযোগপত্র জমা দিতে ব্যর্থ হওয়ায় তাঁদের জামিন দেওয়া হয়েছে।
জামিন পেলেও এখনই জেল থেকে বার হতে পারবেন না সন্দীপ। আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগেও তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। অভিজিতের বিরুদ্ধে অবশ্য অন্য কোনও মামলা নেই। তাই তিনি জেল থেকে বার হতে পারবেন। তবে যখন থানায় ডাকা হবে, তখনই যেতে হবে তাঁকে।