নববর্ষের দিন বড়ো ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রকের, কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে নিয়োগের পরীক্ষা হবে বাংলাতেও

নয়াদিল্লি: দীর্ঘ দিনের দাবি মেনে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর পরীক্ষা নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এবার হিন্দি এবং ইংরেজি ছাড়াও ১৩টি আঞ্চলিক ভাষায় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) কনস্টেবল নিয়োগের পরীক্ষা নেওয়া হবে।

শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়ে দিল, দেশের সব প্রান্তের পরীক্ষার্থীরা নিজ নিজ ভাষায় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা দিতে পারবেন। এতদিন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর পরীক্ষা শুধু হিন্দি ও ইংরাজি ভাষায় হতো। বাংলা-সহ অন্যান্য ভাষায় পরীক্ষা নেওয়ার জন্য অনেকদিন ধরেই দাবি উঠেছিল। অবশেষে সেই দাবিতে মান্যতা দিল কেন্দ্র। কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীতে স্থানীয় যুবদের যোগদানে উৎসাহ দিতে এবং আঞ্চলিক ভাষার প্রচার করতেই এই সিদ্ধান্ত।

বিবৃতিতে আরও বলা হয়েছে, হিন্দি ইংরাজি ছাড়াও ১৩টি ভাষায় দেওয়া যাবে কেন্দ্রের কনস্টেবল নিয়োগের পরীক্ষা। সেগুলি হল, বাংলা, অসমীয়া, গুজরাতি, মরাঠি, মালয়ালম, কন্নড়, তামিল, তেলেগু, ওড়িয়া, উর্দু, পঞ্জাবি, মণিপুরী এবং কোঙ্কনি।

Related posts

আইসিএসই ও আইএসসি-র ফলাফল প্রকাশিত, দুই পরীক্ষাতেই এগিয়ে মেয়েরা

হাঁসফাঁস গরম থেকে মুক্তি! ঝোড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টি

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, আজ ফের শুনানি সুপ্রিম কোর্টে