ঢাকুরিয়া রেল লাইন সংলগ্ন ঝুপড়িতে ভয়াবহ আগুন, বুধের দুপুরে বিঘ্নিত ট্রেন পরিষেবা

কলকাতা: বুধবার দুপুরে ঢাকুরিয়ায় রেললাইনের ধারে ঝুপড়িতে ভয়াবহ আগুন লাগল। পুড়ে ছাই হয়ে গিয়েছে অন্তত ১৫টি ঘর। তার জেরে বন্ধ হয়ে যায় শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল।

জানা গিয়েছে, এ দিন দুপুরে যাদবপুর এবং ঢাকুরিয়া রেললাইনে মাঝে থাকা ঝুপড়িতে ভয়াবহ আগুন লাগে। নিমেষের মধ্যে সেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে একের পর এক ঝুপড়িতে। ঘর থেকে কোনওরকমে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তবে আগুন লাগার কারণ এখনও জানতে পারা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী।

‌আগুন লাগার জেরে বিঘ্নিত হয় ট্রেন পরিষেবা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল এখন বন্ধ। ট্রেন লাইনে বহু মানুষ জড়ো হয়েছেন বলে ট্রেন চালানো যাচ্ছে না। সমস্যায় পড়েন যাত্রীরা।

এ দিকে, দমকল দেরিতে পৌঁছেছে বলে অভিযোগ স্থানীয়দের একাংশের। ইতিমধ্যেই আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে খবর। তবে আগুনে পুড়ে গিয়েছে বস্তিবাসীদের অনেক মূল্যবান সামগ্রী। অনেক বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নথিপত্র ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানাচ্ছেন বস্তিবাসীরা।

Related posts

দাদা ইউসুফের প্রচারে বহরমপুরে ইরফান পাঠান

বৃহস্পতির দুপুরে কলকাতা ও আশেপাশের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি

সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, আজও কি ঝড়বৃষ্টির সম্ভাবনা?