কলকাতা: ইএম বাইপাসের ধারে কলকাতার কালিকাপুর এলাকায় বিধ্বংসী আগুন। মঙ্গলবার সন্ধেয় একাধিক বাড়ি পুড়ে ছাই। তবে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
খবর পাওয়া মাত্রই দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ চালায়। এটি ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুনের তীব্রতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আগুন নেভানোর কাজে দমকল কর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও হাত মিলিয়েছেন।
এ দিন সন্ধ্যে ৬টার কিছু পরে এই আগুন লাগে বলে খবর। যে জায়গায় আগুন লেগেছে তার পাশে একটি বহুতল এবং রেস্তোরাঁও রয়েছে। ফলে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে আরও বড় বিপদের আশঙ্কা ছিলই।
গত কয়েক মাসে কলকাতায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেই চলেছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ কিংবা শর্ট সার্কিটের কারণে এর আগে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কালিকাপুরের এই ঘটনা সেই তালিকায় যুক্ত হল। এ দিনের অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি।