প্রথম পাতা খবর আসানসোলের গাড়ুই নদীতে ভেসে যাওয়া চারচাকা গাড়ির খোঁজ মিলল, উদ্ধার চালকের দেহ

আসানসোলের গাড়ুই নদীতে ভেসে যাওয়া চারচাকা গাড়ির খোঁজ মিলল, উদ্ধার চালকের দেহ

77 views
A+A-
Reset

আসানসোল : প্রবল বৃষ্টিতে গাড়ুই নদীতে ভেসে যাওয়া চারচাকা গাড়িটির খোঁজ পাওয়া গেল । সেই গাড়ির ভেতর থেকে উদ্ধার হল চালকের দেহ। মৃত চালকের নাম চঞ্চল বিশ্বাস ( ৫৯)।

প্রাক্তন সেনা কর্মী চঞ্চল বিশ্বাস আসানসোলে একটি বেসরকারি কোম্পানির কর্মচারী ছিলেন। চলতি বছরেই তার চাকরি থেকে অবসর নেওয়ার কথা ছিল । শনিবার সকালে ঘটনাস্থল থেকে (কল্যানপুর হাউজিং) কিছুটা দূরে আসানসোলের গাড়ুই নদী থেকে গাড়িটি উদ্ধার করে এনডিআরএফের দল।

জানা গেছে, মৃত ড্রাইভার সুগম পার্কের বাসিন্দা ছিলেন। তাঁর স্ত্রী একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা। তাঁর এক ছেলে ও এক মেয়ে আছে।

আসানসোলের কল্যাণপুর হাউজিং এলাকায় গাড়ুই নদীর উপরে ব্রিজ দিয়ে জল বইছিল । এলাকার বাসিন্দারা শুক্রবার সকালের পর থেকে ওই সেতু পারাপার করছিলেন না। কিন্তু শুক্রবার সন্ধ্যায় সুগম পার্কের বাসিন্দা চঞ্চল বিশ্বাস গাড়ি সহ ব্রিজ পার হওয়ার চেষ্টা করেন। কিন্তু সেতুর ওপর দিয়ে উপচে পড়া নদীর জলের তোড়ে গাড়ি সহ তিনি গাড়ুই নদীর জলে ভেসে যান। সেই সময় প্রত্যক্ষদর্শী এবং আশেপাশের মানুষ বারণ করলেও তিনি তা না শুনে নদী পার হওয়ার চেষ্টা করেন। জলের প্রবল স্রোতে তিনি গাড়ি সমেত ভেসে যান রেলপারের দিকে। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তারপর পুলিশ গাড়ির খোঁজ করছিল। গভীর রাত পর্যন্ত উদ্ধারকারী দল ও পুলিশ তল্লাশি চালায় । কিন্তু পাওয়া যায়নি।

শনিবার সকাল থেকে আবার তল্লাশি শুরু হয়। শুক্রবার সন্ধ্যার পরে তেমন বৃষ্টি না হওয়ায় গাড়ুই নদীর জলস্তর কমে যায় । শেষ পর্যন্ত শনিবার সকালে কল্যানপুর হাউজিং ও রেলপারের মধ্যবর্তী এলাকায় গাড়িটি উদ্ধার করা হয়। এনডিআরএফের উদ্ধারকারী দল স্পিড বোট নিয়ে গিয়ে গাড়ি থেকে চালকের মৃতদেহ উদ্ধার করে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.