150
ডেস্ক: করোনার আবহে বন্ধ ছিল তারকেশ্বর মন্দিরের দরজা। টানা ২৬ দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হচ্ছে হুগলীর তারকেশ্বর মন্দিরের দরজা। ৩ জুন বৃহস্পতিবার থেকে ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারবেন। তবে করোনা বিধি মেনেই মন্দিরে প্রবেশ করা যাবে। এই নিয়ে তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে মাইকিং করে প্রচার চালানো হচ্ছে।
আপাতত সকাল ৭টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত খোলা থাকবে তারকেশ্বর মন্দিরের মূল দরজা। ভক্তরা এই নির্দিষ্ট সময়ের মধ্যে মুখে মাস্ক পরে শারীরিক দূরত্ব বজায় রেখে মন্দিরে প্রবেশ করতে পারবে। তবে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা যাবে না। চোঙার মধ্য দিয়ে জল ঢালতে হবে ভক্তদের।
উল্লেখ্য , করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে গত ৮ই মে থেকে তারকেশ্বর মন্দিরে ভক্তদের প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।