রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস

রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বর্ষণের দাপট বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হওয়া অফিস। বিকেলের পর থেকে কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাংলাদেশের উপর তৈরি ঘূর্ণাবর্তের জেরে আজও বৃষ্টিতে ভিজতে পারে বাংলা, এমনটাই খবর।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী চার পাঁচদিন দক্ষিণবঙ্গের জেলাগুলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছুটা বেশি বৃষ্টি হবে উপকূলবর্তী জেলা গুলিতেও। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের এই জেলা গুলিতেই তুলনামূলক ভাবে কিছুটা বেশি বৃষ্টিপাত হবে। আগামী সপ্তাহ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চার পাঁচদিন। রবিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন :

পুরানো সেই দিনের কথা

পৃথিবীর অন্যতম একটি স্তোত্র সঙ্গীতের স্রষ্টা এবং আমরা

Related posts

দাদা ইউসুফের প্রচারে বহরমপুরে ইরফান পাঠান

বৃহস্পতির দুপুরে কলকাতা ও আশেপাশের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি

সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, আজও কি ঝড়বৃষ্টির সম্ভাবনা?