109
বর্ষা ঢুকতেই রাজ্য জুড়ে শুরু দুর্যোগের সতর্কবার্তা। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, দক্ষিণবঙ্গে ঢুকে পড়েছে মৌসুমি বায়ু। সেই সঙ্গে সঙ্গী হয়েছে নিম্নচাপও। ফলে সপ্তাহভর রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আজ, বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বীরভূম, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিতে দমকা হাওয়ার আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, তাপমাত্রা কিছুটা নামবে। তবে আগামী কয়েকদিন রাজ্য জুড়ে বৃষ্টির এই পরিস্থিতি বজায় থাকবে।