কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্বাচন নিয়ে রাজ্য সরকার ও উচ্চ শিক্ষা দফতরের কাছ থেকে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার নির্দেশ দেয়, নির্বাচন নিয়ে রাজ্যের অবস্থান কী, তা দুই সপ্তাহের মধ্যে জানাতে হবে।
জনস্বার্থ মামলাকারীর আইনজীবী উদয়শঙ্কর চট্টোপাধ্যায় আদালতে জানান, নিয়ম অনুযায়ী নিয়মিত ছাত্র নির্বাচন হওয়া বাধ্যতামূলক, কিন্তু বহু বছর ধরে তা হয়নি।
রাজ্যের আইনজীবী জানান, কয়েকটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য না থাকায় নির্বাচন করা সম্ভব হচ্ছে না।
প্রধান বিচারপতি রাজ্যকে কড়া বার্তা দিয়ে বলেন, “কিছু অবস্থান নিন। নির্বাচন হচ্ছে না, ফলে পড়ুয়াদের মধ্যে অসন্তোষ বাড়ছে।”
প্রসঙ্গত, কলকাতা বিশ্ববিদ্যালয় ও তার অধীনস্থ কলেজগুলোতে শেষ ছাত্র নির্বাচন হয়েছিল ২০১৭ সালে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সালে এবং যাদবপুরে ২০২০ সালে। তারপর থেকে রাজ্যের কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়নি।