প্রথম পাতা খবর বিরোধী জোট মজবুত করার লক্ষ্যে সনিয়ার ডাকা বৈঠকে আজ মমতাই মধ্যমণি!

বিরোধী জোট মজবুত করার লক্ষ্যে সনিয়ার ডাকা বৈঠকে আজ মমতাই মধ্যমণি!

57 views
A+A-
Reset

ডেস্ক: মিশন ২০২৪। তার আগে বিজেপি বিরোধী জোটকে জোরদার করতে জোর তৎপরতা শুরু হয়েছে দিল্লিতে। আজ কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর ডাকে বিরোধীদের ভার্চুয়াল বৈঠক। বিকেল ৪টেয় ভার্চুয়ালি হবে এই বৈঠক। থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, উদ্ধব ঠাকরে ও  এম কে স্ট্যালিন-সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, ১৫টি রাজনৈতিক দলের নেতা-নেত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে ভার্চুয়াল বৈঠকে।গত মাসেই মমতা বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লিতে এসে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করে গিয়েছেন। তার পর এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন ক্রমশ শক্তিশালী করার কাজ চলছে বিরোধী জোটকে।

আরও পড়ুন: ত্রিপুরার হেভিওয়েট বিজেপির নেতার চিঠি মমতাকে!

রাজনৈতির মহলের মতে, বিরোধী শিবিরকে যখন একজোট হতে বারবার আহ্বান জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী নেতাদের সঙ্গে বৈঠকেও বসছেন, তখন এদিনের বৈঠক সনিয়া গান্ধির ডাকা হলেও তার মধ্যমণি হতে চলেছেন মমতাই। গত দিল্লি সফরে এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক হয়নি তৃণমূল নেত্রী। মোদির সঙ্গে বৈঠকের পর বিরোধী শিবির থেকে পাওয়ার সরে যাচ্ছেন কিনা, তা নিয়ে জল্পনাও শুরু হয়। কিন্তু এদিনের বৈঠকে শরদ পাওয়ার থাকছেন বলেই খবর।

পাশাপাশি কংগ্রেস সভানেত্রীর ডাকা এই বৈঠকে সমাজবাদী পার্টি, এনসিপি, আরজেডি, ন্যাশনাল কনফারেন্স, সিপিএম, সিপিআই এবং জেডিএস-সহ মোট ১৫টি রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা থাকতে পারেন।বৈঠকে থাকতে পারেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীও। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.