প্রথম পাতা খবর উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ৬০০ টিরও বেশি পাকিস্তানি ড্রোন ধ্বংস করেছে ভারত

উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ৬০০ টিরও বেশি পাকিস্তানি ড্রোন ধ্বংস করেছে ভারত

84 views
A+A-
Reset

২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর নির্মম জঙ্গি হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনী দ্রুত এবং কৌশলী প্রতিরক্ষা অভিযান চালিয়ে শুরু করে অপারেশন সিঁদুর। এই অভিযানে পাকিস্তানের গভীরে অবস্থিত নয়টি জঙ্গি শিবির লক্ষ্য করে আঘাত হানে ভারত, যেখানে একসঙ্গে ১০০-রও বেশি সন্ত্রাসবাদীকে খতম করা হয়।

এই আক্রমণের পর হতচকিত পাকিস্তান পাল্টা জবাব দিতে মরিয়া হয়ে ভারতের উপর ড্রোন হামলা চালানোর চেষ্টা করে। তুরস্ক-নির্মিত বহু ড্রোনসহ শত শত ড্রোন একযোগে পাঠানো হয় ভারতের সামরিক স্থাপনাগুলিতে হামলা চালাতে।

কিন্তু ভারতের শক্তিশালী বহিস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই চক্রান্তকে সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেয়। প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র অনুযায়ী, ভারতীয় সেনা ও বিমান প্রতিরক্ষা ইউনিট মিলে সমন্বিতভাবে ৬০০-র বেশি পাকিস্তানি ড্রোন ধ্বংস করে।

এই ড্রোন-বিরোধী অভিযানে প্রায় ১,০০০টি গান সিস্টেম এবং ৭৫০টি স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। দেশীয় প্রযুক্তির আকাশ, বারাক-৮ সহ সোভিয়েত-যুগের পেচোরা এবং ওএসএ-একে সিস্টেমও মোতায়েন ছিল এই প্রতিরক্ষায়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.