গ্র্যান্ড হোটেলে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম ও ডিসি সেন্ট্রাল

নজরুল মঞ্চে অনুষ্ঠান করার পর ধর্মতলার এই হোটেলে ফিরেই অসুস্থ বোধ করেন শিল্পী৷ হোটেলের ভিতরেই কেকে পড়ে যান বলেও খবর৷ এর পরই তাঁকে সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কেকে-র মৃত্যুর ঘটনায় নিউ মার্কেট থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ৷ এ দিন সকালেই ধর্মতলার ওই হোটেলের পৌঁছন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা এবং ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার৷

এদিন গ্র্যান্ড হোটেলে যান কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা ও ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার। গ্র্যান্ড হোটেলের শিফট ম্যানেজার, হোটেল কর্মী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছে হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ। এর পাশাপাশি ধর্মতলার ওই হোটেলে পৌঁছেছে কলকাতা পুলিশের সায়েন্টিফিক উইং এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা৷ হোটেলের যে জায়গায় কেকে পড়ে গিয়েছিলেন, সেখানকার নমুনা সংগ্রহ করবেন তারা৷

মনে করা হচ্ছে ম্যাসিভ হার্ট অ্যাটাকের জেরেই মৃত্যু হয়েছে কেকে-র। তবে আসল কারণ খতিয়ে দেখতে পরিবারের অনুমতি নিয়েই ময়নাতদন্ত করা হবে দেহের। জানা গিয়েছে, নজরুল মঞ্চে প্রায় ২ ঘন্টার অনুষ্ঠান শেষ করে হোটেলে পৌঁছে অস্বতিবোধ করলেও লবিতে বেশ কিছু ভক্তের সঙ্গে ছবি তোলেন কেকে। এরপর অসুস্থতার কথা জানিয়ে হোটেলের রুমে ঢোকেন। সেখানে সোফায় বসে বমি করেন শিল্পী, তারপর মুখ থুবড়ে মাটিতে লুটিয়ে পড়েন… সেই সময় তাঁর সঙ্গে ছিলেন ম্যানেজার রীতেশ ভাট। এরপর সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে কেকে-কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন কেকে-র স্ত্রী, জ্যোতিকৃষ্ণ এবং সন্তানেরা।

আরো পড়ুন :

সংগীতশিল্পী কেকে’র অকালপ্রয়াণ, নজরুল মঞ্চে কলেজ ফেস্ট নিয়ে বড়সড় সিদ্ধান্তের নিতে চলেছে রাজ্য

কলকাতায় গান গাইতে গাইতে অসুস্থ হয়ে প্রয়াত গায়ক কেকে

Related posts

আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা

আজ রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা, বিশেষ ট্রেন ও মেট্রো পরিষেবা

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সোমবার শুনানি সুপ্রিম কোর্টে