প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়রথ কার্যত থমকে গিয়েছে। কর্নাটকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে কংগ্রেস। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শুভেচ্ছাবার্তা দিলেন কর্নাটকের জয়ে।
My salutations to the people of Karnataka for their decisive mandate in favour of change!! Brute authoritarian and majoritarian politics is vanquished!! When people want plurality and democratic forces to win, no central design to dominate can repress their spontaneity : that is…
টুইটারে মমতা লেখেন, “পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে কর্নাটকের মানুষ। তাদের ধন্যবাদ। মানুষ চাইলে কর্তৃত্ববাদী সরকার, তাদের একচ্ছত্র আধিপত্যকেও দমন করতে পারে।”
একই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর সংযোজন, “মানুষ যখন বহুত্ববাদ ও গণতান্ত্রিক শক্তিকে জয়ী করতে চায়, তখন আধিপত্য বিস্তারের কোনও কেন্দ্রীয় শক্তি তাদের স্বতঃস্ফূর্ততাকে দমন করতে পারে না। এটাই নীতিকথা এবং আগামীর জন্য শিক্ষা।”
কর্ণাটক। এখনও পর্যন্ত যা অবস্থা- 1) No vote to BJP শ্লোগান কাজ করছে। মানুষ রাজ্য বিজেপি ও দিল্লি থেকে আসা মুখগুলিকে প্রত্যাখ্যান করছেন। 2) বিজেপিবিরোধীরা যে যেখানে শক্তিশালী, তাদের সামনে রেখেই বিকল্প জোট হোক, @MamataOfficial র এই ফর্মুলার প্রাসঙ্গিকতা প্রমাণিত হচ্ছে।