এ বার সিবিআইয়ের বিরুদ্ধে চুরির অভিযোগ মৃত লালন শেখের স্ত্রীর

রামপুরহাট: বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুর ঘটনায় নয়া মোড়। সিবিআই হেফাজতে থাকাকালীন অস্বাভাবিক মৃত্যু হয় লালনের। ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছেন তাঁর স্ত্রী রেশমা বিবি। এবার সিবিআইয়ের বিরুদ্ধে চুরির অভিযোগও তুললেন তিনি।

জানা গিয়েছে, রামপুরহাট থানায় সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মৃত লালন শেখের স্ত্রী। তাঁর অভিযোগ,”সিবিআইয়ের সিল করা বাড়ি থেকে খোয়া গিয়েছে মূল্যবান জিনিস”। তবে সিবিআইয়ের তরফে এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

ও দিকে, সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনায় সিবিআই-কে নোটিশ পাঠিয়েছে সিআইডি। বগটুইকাণ্ডে সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে নোটিশ পাঠিয়েছে রাজ্যের গোয়েন্দা সংস্থা।

প্রসঙ্গত, লালন শেখের মৃত্যুর তদন্তে নেমেছে সিআইডি। সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিকে জেরা করার পাশাপাশি সিবিআই ক্যাম্পের যে শৌচাগারে লালনের মৃত্যু হয়েছিল, সেই জায়গা খতিয়ে দেখেন তদন্তকারীরা।

Related posts

অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট, ইঙ্গিতবাহী মন্তব্য মমতার

‘বাংলা বিরোধীদের বিসর্জন সময়ের অপেক্ষা’, মনোনয়ন পেশ করে আশাবাদী অভিষেক

পর্দা ফাঁস করে চলেছেন একের পর এক অভিযোগকারিণী, সন্দেশখালি কি এখন ব্যুমেরাং হয়েছে বিজেপির?