প্রথম পাতা খবর নতুন ‘কিউআর কোড-যুক্ত’ প্যান কার্ডের জন্য আবেদন করার প্রয়োজন নেই, বিভ্রান্তি দূর করল অর্থমন্ত্রক

নতুন ‘কিউআর কোড-যুক্ত’ প্যান কার্ডের জন্য আবেদন করার প্রয়োজন নেই, বিভ্রান্তি দূর করল অর্থমন্ত্রক

144 views
A+A-
Reset

প্যান কার্ডে ডায়নামিক কিউআর কোড যুক্ত করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। নয়া ঘোষণায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে জনমনে। সেই বিভ্রান্তি কাটাতে অর্থমন্ত্রকের তরফে জারি করা হয়েছে নয়া নির্দেশিকা।

প্যান ২.০ প্রকল্পের আওতায় বিদ্যমান প্যান কার্ডগুলি বৈধ থাকবে এবং ব্যবহারকারীরা নিজেদের ই-মেইল আইডিতে স্বয়ংক্রিয়ভাবে একটি ই-প্যান পাবেন। এই ই-প্যান পেতে কোনও আবেদন করতে হবে না। তবে, যাঁরা প্যানে নাম, ঠিকানা, ই-মেল, মোবাইল নম্বর বদলের প্রয়োজন হলে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করা যেতে পারে। সে জন্য আধুনিক প্যান কার্ড ব্যবস্থা বা ‘প্যান ২.০’ চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT) এক বিবৃতিতে জানিয়েছে, প্যান ২.০ প্রকল্প চালু হওয়ার পরে প্যান কার্ডধারীরা বিনামূল্যে তাঁদের প্যান তথ্য, যেমন ই-মেইল, মোবাইল নম্বর, ঠিকানা অথবা নাম ও জন্মতারিখের মতো অন্যান্য তথ্য আপডেট করতে পারবেন।

তবে, প্রকল্পটি চালু না হওয়া পর্যন্ত আধার নির্ভর অনলাইন পরিষেবার মাধ্যমে বিনামূল্যে প্যান কার্ডের তথ্য আপডেট করার সুযোগ থাকবে।

সরকারি ক্যাবিনেট কমিটি সম্প্রতি ১,৪০০ কোটি টাকার প্যান ২.০ প্রকল্পে অনুমোদন দিয়েছে। প্রকল্পের অংশ হিসাবে, প্যান কার্ডে কিউআর কোড যুক্ত করা হবে। এই কোড ইতিমধ্যেই প্যান ও অন্যান্য তথ্য যাচাইয়ের জন্য ব্যবহৃত হচ্ছে।

এ ছাড়াও সিবিডিটি জানিয়েছে, পুরো প্রক্রিয়া কাগজবিহীন হবে। প্যানের জন্য আবেদন থেকে বরাদ্দ, অনলাইন যাচাই, আধারের সঙ্গে সংযুক্তিকরণ এবং তথ্য আপডেটের সব পরিষেবা একই পোর্টালে পাওয়া যাবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.