মালদহের ভাবুক গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত কার্যালয়ের সাদা-নীল রং বদলে গেরুয়া করায় তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি ক্ষমতার অপব্যবহার করে পঞ্চায়েত ভবনকে পার্টি অফিসে পরিণত করতে চাইছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এতদিন রাজ্যের সমস্ত সরকারি ভবন সাদা-নীল রঙে রাঙানো হচ্ছিল। কিন্তু বিজেপি পরিচালিত ভাবুক পঞ্চায়েত ভবন এখন গেরুয়া রঙে সজ্জিত। তৃণমূলের দাবি, এটি সরকারি নির্দেশের বিরোধিতা এবং দলীয় রাজনীতির প্রতিফলন।
তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য বলেন, “পঞ্চায়েতের টাকা দিয়ে গেরুয়া রং করলে, রাজ্যের সমস্ত প্রকল্পের আর্থিক সহায়তা বন্ধ করে দিন।” অন্যদিকে, বিজেপি পাল্টা যুক্তি দিয়েছে, পঞ্চায়েত স্বশাসিত এবং সেখানে রঙের ব্যাপারে তৃণমূলের হস্তক্ষেপ অযৌক্তিক।
বিজেপির এক সদস্যের মতে, “তৃণমূল সারা রাজ্যে নীল-সাদা রঙের মাধ্যমে নিজের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। কিন্তু ভাবুকে বিজেপি মানুষের জন্য কাজ করে। তৃণমূল এখানে অযথা রাজনৈতিক ইস্যু তৈরি করছে।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আকাশি রংকে রাজ্যের রং হিসাবে স্বীকৃতি দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন, সরকারি ভবনে গেরুয়া বা লাল রঙ ব্যবহার করা উচিত নয়। এই নির্দেশ মেনে ভবনের রং ফের সাদা-নীল করা না হলে তৃণমূল আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে।