কলকাতা: প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। তাতে উত্তীর্ণ কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, আগামী ১ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেবে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।
প্রতি বছর নিয়ম করে মুখ্যমন্ত্রী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেন। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বছর দুয়েক রাজ্য সরকারের তরফে কোনও সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়নি। কিন্তু গত বছর থেকে পুরোদমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতীদের জন্য আবারও রাজ্য সরকার সংবর্ধনার অনুষ্ঠান চালু করেছে।

বলে রাখা ভালো, ১৯ মে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল। পাশের হার ৮৬.১৫ শতাংশ। আর বুধবার ফল প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের। পাশের হার ৮৯.২৫ শতাংশ।