কলকাতা: টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে লেখেন, “রতন টাটার মৃত্যুতে আমি শোকাহত। তিনি ছিলেন ভারতীয় শিল্পের একজন অগ্রণী নেতা এবং জনহিতৈষী মানুষ। তাঁর মৃত্যু শিল্পজগতে অপূরণীয় ক্ষতি। তাঁর পরিবার ও সহকর্মীদের প্রতি আমার সমবেদনা।”
বাংলার সিঙ্গুর পর্ব ছিল বঙ্গ রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৩৪ বছরের বাম শাসনের পতনের বীজ বুনেছিল। সেই সময় রতন টাটার সঙ্গে মমতার সম্পর্ক একটি বিশেষ সমীকরণের মধ্যে পড়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিঙ্গুর থেকে টাটাকে উৎখাতের জন্য অনেকাংশেই দায়ী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নিজেই একাধিকবার দাবি করেছেন যে, তিনি টাটাকে তাড়াননি, বরং পরিস্থিতির জন্য দায়ী ছিলেন।
২০১৬ সালে, ন্যানো গাড়ি তৈরিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ৭৬৫ কোটি ৭৮ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ জারি করা হয়েছিল। একটি বিশেষ ট্রাইব্যুনালের রায়ে সিঙ্গুরে টাটা মোটরসের কারখানা না হওয়ায় রাজ্যকে বিপুল অর্থ ক্ষতিপূরণ দিতে বলা হয়। এই সময় আবারও রতন টাটা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের টানাপোড়েন সামনে আসে।
রতন টাটার প্রয়াণের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পজগতের একটি মহীরুহের পতন ঘটেছে বলে মন্তব্য করেছেন। বাংলার শিল্পজগতে তাঁর অবদানের জন্য রতন টাটাকে স্মরণ করা হবে।