ডেস্ক: বিরোধীদের এক ছাতার তলায় আনতে উদ্যোগী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। আগামী ২০ অগাস্ট তিনি এক ভার্চুয়াল সভার উদ্যোগ নিয়েছেন বলে জানা গিয়েছে। সেই বৈঠকে ডিএমকে নেতা এমকে স্ট্যালিন, শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর। গত মাসেই মমতা বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লিতে এসে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করে গিয়েছেন। তার পর এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন ক্রমশ শক্তিশালী হচ্ছে বিরোধী জোট।
আরও পড়ুন: পিছিয়ে গেল নন্দীগ্রাম মামলার শুনানি, অন্যত্র মামলার স্থানান্তর চেয়ে শীর্ষ আদালতে শুভেন্দু
সূত্রের খবর, কংগ্রেস সভানেত্রী বিশেষ পরিকল্পনা করেছেন। যার জন। তিনি আলোচনা করতে মমতা বন্দ্যোপাধ্যায়, উদ্ধব ঠাকরে–সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতাদের আমন্ত্রণ জানিয়েছেন। বাদল অধিবেশনে সংসদে বিরোধীরা নিজেদের মধ্যে যে ঐক্য দেখিয়েছে। আর সেটাকে সম্মান জানাতেই এই বৈঠকের আয়োজন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি কোনও গোপন পরিকল্পনা এই বৈঠকে হতে পারে বলেও শোনা যাচ্ছে। এই বৈঠকেই নয়াদিল্লিতে বিরোধীদের পরবর্তী মধ্যাহ্নভোজ বা নৈশভোজের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হবে। সেটা সেপ্টেম্বরেই রাখতে চাইছেন সোনিয়া গান্ধী।