বারাণসী: আজ, শনিবার ভোরে উত্তরপ্রদেশের বারাণসীর ক্যান্ট রেলওয়ে স্টেশনের পার্কিং এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ২০০টি টু-হুইলার।
ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গিয়েছে, আগুনে গোটা পার্কিং এলাকা জ্বলছে এবং দমকল ও পুলিশ বিভাগ আগুন নেভানোর কাজ করছে। দমকলের ১২টি গাড়ি এবং রেলওয়ে পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল ও পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। প্রাথমিক তদন্তে জানা গেছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।
স্থানীয় এক রেলকর্মী জানান, “আমি মাঝরাতে গাড়ি পার্ক করেছিলাম। রাত ১১টার দিকে একবার শর্ট সার্কিট হয়েছিল এবং সেটি ঠিক করা হয়েছিল। কিন্তু পরে এক যাত্রী জানায় যে বাইরে বড় আগুন লেগেছে। আমি তখনই বাইক সরিয়ে অন্য জায়গায় পার্ক করি। কিছুক্ষণের মধ্যেই পুরো পার্কিং এলাকায় আগুন ছড়িয়ে পড়ে।”
দমকল ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দুই ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।