প্রথম পাতা খবর এ বার ট্যাবের টাকা গায়েব কলকাতা, দ্রুত পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এ বার ট্যাবের টাকা গায়েব কলকাতা, দ্রুত পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর

37 views
A+A-
Reset

কলকাতা: ট্যাব কেনার জন্য রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে বরাদ্দ অর্থ গায়েব হওয়ার অভিযোগ এবার কলকাতায়ও উঠেছে। যাদবপুর এবং ঠাকুরপুকুরের দুটি স্কুলের কয়েকজন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা না ঢোকার অভিযোগ করেছে স্কুল কর্তৃপক্ষ। যাদবপুর থানা এবং সরশুনা থানায় মঙ্গলবার এই নিয়ে লিখিত অভিযোগ জমা পড়েছে।

জানা গিয়েছে, যাদবপুরের এক স্কুলের ১২ জন এবং ঠাকুরপুকুরের এক স্কুলের ৩১ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের জন্য বরাদ্দ ১০ হাজার টাকা জমা পড়েনি। সেই অর্থ অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গিয়েছে। বিষয়টি নিয়ে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করেছে।

এই ঘটনা পূর্ব বর্ধমান থেকে শুরু হলেও এখন বিভিন্ন জেলা থেকে একাধিক অভিযোগ উঠেছে। পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি, মুর্শিদাবাদ, মালদহ এবং দক্ষিণ দিনাজপুরের মতো জেলাতেও একই ধরনের সমস্যা দেখা গিয়েছে। প্রায় ৩০৯ জন পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব হয়ে অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার খবর পাওয়া গিয়েছে।

এই ঘটনায় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। সোমবার নবান্নে বিশেষ বৈঠকে মুখ্যসচিবের উপস্থিতিতে রাজ্যের প্রশাসনিক এবং পুলিশ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আলোচনায় প্রধানশিক্ষকদের গাফিলতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মুখ্যসচিব স্কুল শিক্ষা দফতরের সচিব বিনোদ কুমারকে দ্রুত উপযুক্ত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.