একটানা বৃষ্টির জেরে উত্তর ভারতে মৃতের সংখ্যা ১০০-র বেশি

বৃষ্টি-সম্পর্কিত ঘটনার জেরে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে উত্তর ভারতে। জানা গিয়েছে, মৃতের সংখ্যা ১০০-র বেশি! শুধুমাত্র হিমাচলপ্রদেশেই মৃত্যু হয়েছে ৮০ জনের।

বন্যা ও ধসে ক্ষয়ক্ষতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। হিমাচলপ্রদেশে, মঙ্গলবার মৃতের সংখ্যা ছিল ৩১। বর্ষা মরশুম শুরু হওয়ার পর থেকে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিবেশী উত্তরাখণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশ, পঞ্জাব এবং রাজস্থানেও বৃষ্টিজনিত কারণে একজন করে মারা গেছে।

গৃহহীন হয়েছেন অসংখ্য মানুষ। পশ্চিমি ঝঞ্ঝা ও মৌসুমী বায়ুর প্রভাবে গত চারদিন ধরে একটানা বৃষ্টির কারণে বিপর্যয়ের সম্মুখীন হয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল। বিভিন্ন জায়গায় আটকা পড়েছেন প্রায় তিন হাজার পর্যটক।

জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের নদী, খাঁড়ি এবং নালা প্লাবিত হয়েছে। এর ফলে রাস্তাঘাট, ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি, প্রয়োজনীয় পরিষেবাগুলিও ব্যাহত হয়েছে।

Related posts

ফের দুর্ঘটনা! হেলিকপ্টারের আসনে বসতে গিয়ে চোট পেলেন মুখ্যমন্ত্রী

সন্দেশখালি নিয়ে নির্বাচন কমিশনে তৃণমূল, সিবিআইয়ের পদক্ষেপ ভোটে প্রভাব ফেলতে পারে বলে অভিযোগ শাসক দলের

জেলায় জেলায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা, বুধবারের আগে স্বস্তি নেই