বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ইঙ্গিত, শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের এই ৩ জেলায়

কলকাতা: ভ্যাপসা ও অস্বস্তিকর গরমে নাজেহাল কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস একদমই নেই। তবে উত্তরবঙ্গের প্রায় সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আজও। এরই মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ইঙ্গিত।

শেষ কয়েক দিন বিক্ষিপ্ত বৃষ্টির জেরে তীব্র দাবদাহ নেই ঠিকই, তবে ভ্যাপসা গরম অব্যাহত। বৃহস্পতিবার তেমনই থাকবে আবহাওয়া। এ দিন মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায়। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি থাকবে।

অন্য দিকে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ইঙ্গিত। যার জেরে বাংলা-ওড়িশা উপকূলে ঘূর্ণাবর্তের সম্ভাবনা। ১৬ জুলাই জন্ম হতে পারে ঘূর্ণাবর্তের। ঘূর্ণাবর্ত হলে মৌসুমি অক্ষরেখাও দক্ষিণে সরবে। তবে বাংলা উপকূলে হলে এ রাজ্যে বেশি বৃষ্টি হবে।

হাওয়া অফিসের মতে, শুক্রবার দক্ষিণের তিন জেলায় ভারী বৃষ্টি হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে আপাতত ভ্যাপসা গরমই চলবে।

Related posts

রাজ্যের প্রায় সব জেলাতেই হতে পারে ঝড়বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া

আজ মনোনয়ন জমা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

দাদা ইউসুফের প্রচারে বহরমপুরে ইরফান পাঠান