২১ জুলাইয়ের শহিদ দিবসের অনুষ্ঠান মঞ্চ বেঁধে নয়, হবে ভারচুয়ালি, ঘোষণা পার্থ চট্টোপাধ্যায়ের

কলকাতা: ২১ জুলাইয়ের শহিদ দিবসের অনুষ্ঠান মঞ্চ বেঁধে নয়, হবে ভারচুয়ালি। এমনই জানিয়েছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিতে চলেছে শাসক দল৷ওই দিন ভারচুয়ালি ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় জানান, ”রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে আলোচনা করেছি। দলনেত্রীর সঙ্গেও কথা হয়েছে। এবারও ভারচুয়ালি করার সিদ্ধান্তই হয়েছে।”

আরও পড়ুন: বাস ভাড়া বাড়ানো সম্ভব নয়, সরকার – মালিক বৈঠকে বেরলো না রফাসূত্র

গত বছরও করোনা অতিমারির কথা মাথায় রেখে ভার্চুয়াল মাধ্যমেই একুশে জুলাইয়ের অনুষ্ঠান পালন করেছিল তৃণমূল কংগ্রেস৷ কালীঘাটের বাড়ি থেকেই ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা৷ কিন্তু এ বছর বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর বড় করে সমাবেশ করার পরিকল্পনা ছিল দলীয় নেতৃত্বের৷ কিন্তু করোনা অতিমারির মধ্যে বাধ্য হয়েই সেই সিদ্ধান্ত বদল করতে হল শাসক দলকে৷ এবারেও দলের শহিদ দিবসে ভরসা ফেসবুক, টুইটার, ইউটিউব। দলের শীর্ষ নেতৃ্ত্বের বার্তা শুনতে চোখ রাখতে হবে সোশ্যাল মিডিয়ার পাতাতেই। 

Related posts

জম্মু ও কাশ্মীরে কনভয়ে জঙ্গি হামলা, নিহত বায়ুসেনার জওয়ান, আহত ৫

তাপপ্রবাহ থেকে মুক্তি! ঝড়বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

মহিলা অপহরণ মামলায় গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার ছেলে