৫০ শতাংশ যাত্রী নিয়ে শুরু হচ্ছে সরকারি-বেসরকারি বাস পরিষেবা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: ১৫ জুলাই পর্যন্ত বিধি নিষেধ কার্যকর থাকলেও একাধিক ক্ষেত্রে ছাড়ের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠক করে একাধিক ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। ৫০ শতাংশ সরকারি ও বেসরকারি বাস ১ জুলাই থেকে চালানো যাবে বলে জানিয়েছেন মমতা। এর পাশাপাশি অটো, টোটো চলবে। যদিও লোকাল ট্রেন চালানো সম্পর্কে এখনও কোনও ঘোষণা করা হয়নি। যদিও সার্বিক বিধিনিষেধের সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।


তিনি আরও বলেন, ’৫০ শতাংশ কর্মী নিয়ে খোলা যাবে সমস্ত বেসরকারি অফিস। সকাল ১০-বিকেল ৪টা খোলা রাখা যাবে সমস্ত বেসরকারি অফিস। কর্মীদের যাতায়াতের ব্যবস্থা নিজেদেরই করতে হবে সংস্থাকে।সকাল ৬ টা থেকে ১০ টা এবং বিকেল ৪ টে থেরে ৮ টা পর্যন্ত খোলা যাবে। সমস্ত দোকান সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত খুলে রাখা যাবে বলে ঘোষণা মমতার। এ বাদে সব্জি-মাছ বাজার খোলা যাবে দুপুর ১২ টা পর্যন্ত। কিছুটা ছাড় দিয়ে পরিস্থিতি বিচার পরে পরবর্তী পদক্ষেপ।’

আরও পড়ুন: জিটিএ-তে দুর্নীতির অভিযোগে সরব হলেন রাজ্যপাল


অন্যদিকে, রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু নিয়ে প্রশ্ন করা হলে কিছুটা রুষ্ট সুরে মমতা স্পষ্ট জানিয়ে দেন, এই নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি। যখন আলোচনা হবে তখন সেটা জানিয়ে দেওয়া হবে। 


মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের করোনা পরিস্থিতি আগের থেকে অনেকটাই ভাল হয়েছে৷ তাই আপাতত কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে পরিস্থিতি কোন দিকে যায় তা খতিয়ে দেখা হবে৷ সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করবে সরকার৷ তবে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া অকারণে বাইরে বেরনো যাবে না বলে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

Related posts

আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা

আজ রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা, বিশেষ ট্রেন ও মেট্রো পরিষেবা

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সোমবার শুনানি সুপ্রিম কোর্টে