চলন্ত ট্রেনে ভয়ঙ্কর ঘটনা! আরপিএফ কনস্টেবলের গুলিতে এক পুলিশকর্মী-সহ মৃত ৪

মুম্বই: সোমবার সকালে মহারাষ্ট্রের পালঘর রেলওয়ে স্টেশনের কাছে একটি চলন্ত ট্রেনে এএসআই-সহ চারজনকে গুলি করে হত্যা। অভিযুক্ত এক একটি রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) কনস্টেবল। গুলি চালানোর পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অভিযুক্তকে আটক করা হয়।

জানা গিয়েছে, অভিযুক্ত কনস্টেবল তার নিজের বন্দুক থেকেই গুলি চালায়। অভিযুক্ত আরপিএফ জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। সেই জওয়ানকে বোরিভালি থানায় নিয়ে আসা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, ১২৯৫৭৬ নম্বর জয়পুর এক্সপ্রেস ট্রেনের বি৫ কামরায় ঘটনাটি ঘটেছে আজ ভোর ৫টা ২৩ মিনিটে। অভিযুক্ত, আরপিএফ কনস্টেবল চেতন সিং নিজের সরকারি বন্দুক থেকে গুলি চালায়। গুলি লাগে দায়িত্বে থাকা এএসআই টিকা রাম মীনা এবং ট্রেনে থাকা একাধিক যাত্রীকে।

গুলি চালানোর পর দহিসার স্টেশনের কাছে ট্রেনটি চেন টেনে থামায় সেই আরপিএফ কনস্টেবল। এরপর ট্রেন থেকে ঝাঁপ দেয়। রেল পুলিশ ও অন্য আধিকারিকদের সহায়তায় পুলিশ অভিযুক্ত কনসেটবলকে ধরে ফেলে। এদিকে কী কারণে চেতন এই ঘটনা ঘটিয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।।

Related posts

শুরু পঞ্চম দফার প্রচার, আজ জোড়া সভা মমতার

গুজরাতের বিরুদ্ধে মাঠে না নেমেই আইপিএল ২০২৪ কোয়ালিফায়ারে কেকেআর!

বৃষ্টি কমলেই তাপমাত্রা বৃদ্ধি, কী বলছে আবহাওয়ার পূর্বাভাস