কলকাতা: রাজ্যের ছয়টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে দীর্ঘদিনের জট অবশেষে কাটল। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী গঠিত সার্চ কমিটির প্রস্তাব মেনে রাজ্যপাল সিভি আনন্দ বোস শুক্রবার এই নিয়োগ চূড়ান্ত করেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের প্রস্তাবিত নামগুলিতেই সায় দিয়েছেন রাজ্যপাল।
নিয়োগপ্রাপ্ত উপাচার্যরা হলেন:
- প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়: নির্মাল্যনারায়ণ চক্রবর্তী
- বর্ধমান বিশ্ববিদ্যালয়: শংকরকুমার নাথ
- কল্যাণী বিশ্ববিদ্যালয়: কল্লোল পাল
- বাঁকুড়া বিশ্ববিদ্যালয়: রূপকুমার বর্মন
- রানি রাসমনি গ্রিন বিশ্ববিদ্যালয়: অমিয়কুমার পণ্ডা
- সিধো-কানহো বিশ্ববিদ্যালয়: পবিত্রকুমার চক্রবর্তী
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রে স্থিতিশীলতা ফিরে আসবে। তিনি সার্চ কমিটির প্রধান প্রাক্তন প্রধান বিচারপতি ইউ ইউ ললিত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং রাজ্যপালকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এর আগে উপাচার্য নিয়োগে রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে মতবিরোধের কারণে এই জট সৃষ্টি হয়। রাজ্যের প্রস্তাবিত নামগুলিতে রাজ্যপালের সায় না মেলায় বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। শীর্ষ আদালত একটি নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করে। অবশেষে, সেই কমিটির সুপারিশ এবং রাজ্যের প্রস্তাব অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হয়।