নদিয়ার নাকাশিপাড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, দুই শিশু-সহ মৃত ৫

নাকাশিপাড়া: লরি ও ছোটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই শিশু-সহ পাঁচ জনের। মৃতেরা সকলেই রায়গঞ্জের বাসিন্দা। শুক্রবার ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার তিনচারা সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়ক এলাকায়।

ঘট‌নায় প্রকাশ, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি রায়গঞ্জ থেকে কলকাতার দিকে আসছিল। নাকাশিপাড়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কের টোল প্লাজার কাছে সামনে থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই গাড়িটির।

দুর্ঘটনার পাঁচ আরোহীকে উদ্ধার করে বেথুয়াডহরী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, ১৪ চাকা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি মারুতি সুজুকি গাড়ির।

কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা নিয়ে এখনও সংশয় রয়েছে। তবে স্থানীয় সূত্রে খবর, ওই জাতীয় সড়কে কাজ চলছিল। কাজ থমকে থাকায় ‘সিঙ্গল লেন’ দিয়েই গাড়ি চলাচল করছিল। আর সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা।

আরও পড়ুন: বিহারে রেল দুর্ঘটনার জের, দেরিতে চলছে রাজধানী-সহ একগুচ্ছ ট্রেন

Related posts

অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট, ইঙ্গিতবাহী মন্তব্য মমতার

‘বাংলা বিরোধীদের বিসর্জন সময়ের অপেক্ষা’, মনোনয়ন পেশ করে আশাবাদী অভিষেক

পর্দা ফাঁস করে চলেছেন একের পর এক অভিযোগকারিণী, সন্দেশখালি কি এখন ব্যুমেরাং হয়েছে বিজেপির?