ঝাড়খণ্ডের দলমা রেঞ্জ থেকে পুরুলিয়ার বান্দোয়ানে পৌঁছেছে রয়্যাল বেঙ্গল টাইগার। রবিবার সকালে বান্দোয়ান ১ বনাঞ্চল যমুনাগোড়ায় জিনাতের ফেলে যাওয়া জায়গার কাছে বাঘের পায়ের ছাপ দেখা যায়। পায়ের ছাপের ভিত্তিতে অনুমান, বাঘটি ঝাড়গ্রামের বাঁশপাহাড়ি রেঞ্জের মৈনাকডি ঘুরে ফের যমুনাগোড়ার দিকে ফিরে এসেছে।
ঝাড়খণ্ড বনবিভাগ জানিয়েছে, বাঘটি কয়েকদিন দলমার কোর এলাকা থেকে বাফার জোনে চলে আসে। শুক্রবার রাতে চিমটি ও পাগদায় বাঘের পায়ের ছাপ পাওয়া যায়। দলমা রেঞ্জের একাধিক স্থানে ট্র্যাপ ক্যামেরা লাগানো হয়। এরপর বাঘটি চিমটি থেকে বাংলায় প্রায় ১২ কিমি হেঁটে বান্দোয়ান ১ বনাঞ্চলে প্রবেশ করে।
বনবিভাগের আধিকারিকরা পুরুলিয়া ও ঝাড়গ্রামে নজরদারি শুরু করেছেন। বান্দোয়ানে উপস্থিত হয়েছেন কংসাবতী দক্ষিণ বনবিভাগের ডিএফও পূরবী মাহাতো ও পুরুলিয়া বনবিভাগের ডিএফও অঞ্জন গুহ। ঝাড়গ্রামে ডিএফও-র নেতৃত্বে চলছে পর্যবেক্ষণ।
গত ৩১ ডিসেম্বর ঝাড়খণ্ডের সরাইকেলা-খারসওয়া বনবিভাগে একটি বাছুরের উপর বাঘের হামলার পর থেকে তার উপস্থিতি নিয়ে টানটান উত্তেজনা। বিভিন্ন জায়গায় বাঘের পায়ের ছাপ এবং লুকোচুরির ঘটনা বনদপ্তরকে সতর্ক করেছে। বাঘটি গত ১২ দিনে প্রায় ৪০ কিমি এলাকা জুড়ে ঘুরেছে বলে জানা গিয়েছে। তবে বাঘটি খাবার পেয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। ডিএফও পূরবী মাহাতো বলেন, “বান্দোয়ানে বাঘের উপস্থিতি নিশ্চিত হয়েছে। আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ করেছি।”