প্রথম পাতা খবর খড়্গপুর আইআইটিতে ফের রহস্যমৃত্যু ছাত্রের

খড়্গপুর আইআইটিতে ফের রহস্যমৃত্যু ছাত্রের

48 views
A+A-
Reset

খড়্গপুর আইআইটিতে ফের ছাত্রের রহস্যজনক মৃত্যু। রবিবার সকালে আজাদ হলের ৩০২ নম্বর রুম থেকে শাওন মালিক নামে এক তৃতীয় বর্ষের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শাওন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়তেন এবং তাঁর বাড়ি কলকাতায়। ময়নাতদন্তের জন্য দেহ মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়।

আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছেন, ঘটনার খবর পাওয়ার পরই নিরাপত্তা ও মেডিক্যাল টিম ঘটনাস্থলে পৌঁছয় এবং পুলিশকে জানানো হয়। শাওনের পরিবারও ক্যাম্পাসে উপস্থিত রয়েছেন। এই ঘটনার তদন্তে সব রকম সহযোগিতা করছে কর্তৃপক্ষ।

সূত্রের খবর, রবিবার শাওনের বাবা-মা তাঁকে দেখতে যান এবং তাঁরাই প্রথম ঝুলন্ত অবস্থায় শাওনকে দেখতে পান। তবে, পরিবারের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

এই মৃত্যু আত্মহত্যা না কি খুন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ। জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

খড়্গপুর আইআইটিতে ছাত্র মৃত্যুর ঘটনা আগেও ঘটেছে। ২০২২ সালের অক্টোবরে অসমের ফয়জান আহমেদের মৃত্যু নিয়ে আজও ধোঁয়াশা রয়েছে। ২০২৩ সালের অক্টোবরে কে কিরণ চন্দ্রার মৃত্যু এবং ২০২৪ সালের জুন মাসে দেবিকা পিল্লাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাও চাঞ্চল্য সৃষ্টি করেছিল। দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে এমন একাধিক মৃত্যুর ঘটনা প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে প্রশাসনকে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.