সন্দেশখালির ঘটনায় ইডি-র এফআইআর, পাল্টা অভিযোগ দায়ের তদন্তকারী সংস্থার বিরুদ্ধে

কলকাতা: সন্দেশখালির ঘটনায় এফআইআর দায়ের ইডি-র। তবে পাল্টা অভিযোগ দায়ের হল ইডির বিরুদ্ধেও।

শুক্রবার সন্দেশখালির সরবেড়িয়ায় তৃণমূল নেতা শেখ শাহজাহান বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে হামলার মুখে পড়েন ইডি আধিকারিকরা। এ ব্যাপারেই আইনানুগ ব্যবস্থা নেওয়ার পথে হেঁটেছে ইডি। জানা গিয়েছে, শনিবার সকালে ন‍্যাজাট থানায় শেখ শাহজাহান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার ন্যাজাট থানায় এফআইআর দায়ের করা হয়েছে। ইডি আধিকারিকদের উপর এই হামলার ঘটনা যে তাঁরা কোনওভাবেই ছোট করে দেখছে না, সেটা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। অন্য দিকে, ন্যাজাট থানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

সন্দেশখালির যে তৃণমূল নেতার বাড়িতে ইডি অভিযানে গিয়েছিল, সেই শাহজাহান শেখের বাড়ির এক কর্মচারী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ করেছেন। শাহজাহানের ওই কর্মচারীর অভিযোগ, কোনও বৈধ তল্লাশি পরোয়ানা ছাড়া তৃণমূল নেতার বাড়িতে এসে তালা ভেঙেছেন ইডি আধিকারিকরা। ইডি আধিকারিকদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগও দায়ের করেছেন শাহজাহানের কর্মচারী।

Related posts

পূর্বপরিকল্পিত ঘটনা? নেপথ্যে শুভেন্দু?সন্দেশখালি স্টিং ভিডিও নিয়ে তোলপাড় রাজ্য

তাপপ্রবাহের বিদায় নেওয়ার পালা, এ বার কালবৈশাখীর বিশেষ সতর্কতা

বিদ্যুতের মাশুল কি সত্যিই বেড়েছে? না কি রাজ্য সরকারের ‘বদনাম’ করতে সোশ্যাল মিডিয়ার ভুয়ো চর্চা!