সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদে নিয়োগ নিয়ে সিঙ্গল বেঞ্চের দেওয়া অন্তর্বর্তী স্থগিতাদেশই বহাল রাখল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার বিচারপতি স্মিতা দাস দে ও বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এই মুহূর্তে সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনও হস্তক্ষেপ করা হবে না।
গত ৭ মে সিঙ্গল বেঞ্চ জানায়, সুপার নিউমেরারি পদের মাধ্যমে আপাতত কোনও নিয়োগ করা যাবে না। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন কিছু চাকরিপ্রার্থী। শুনানিতে তাঁদের পক্ষের আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত যুক্তি দেন, “দুই বছর ধরে চাকরিপ্রার্থীরা অপেক্ষায়। অবিলম্বে নিয়োগ না হলে অনেকেই চাকরি থেকে বঞ্চিত হবেন।” তিনি জানান, মন্ত্রিসভার অনুমোদন নিয়েই ওই অতিরিক্ত শূন্যপদ তৈরি হয়েছিল।
তবু ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, সিঙ্গল বেঞ্চের অন্তর্বর্তী আদেশেই আপাতত স্থির থাকছে আদালত।
উল্লেখ্য, উচ্চ প্রাথমিকে শারীরশিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের জন্য এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল রাজ্য সরকার। যদিও হাই কোর্টে সেই পদ সৃষ্টিকে চ্যালেঞ্জ জানানো হলে আদালত নিয়োগে স্থগিতাদেশ জারি করে। ২৬ হাজার বাতিল হওয়া চাকরির রায়েও সুপ্রিম কোর্ট সুপার নিউমেরারি পদের বিষয়ে কোনও নির্দেশ দেয়নি। ফলে হাই কোর্টে নতুন করে আবেদন করে রাজ্য, যাতে ওই পদে নিয়োগের অনুমতি দেওয়া হয়। কিন্তু ডিভিশন বেঞ্চের এই নির্দেশে সেই পথে আপাতত বন্ধই রইল।