সম্প্রতি ওয়াকফ সংশোধনী আইন ঘিরে উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদ-সহ বাংলার একাধিক জেলা। তবে পুলিশের তৎপরতায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এই প্রেক্ষাপটে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মুয়াজ্জেনদের এক সমাবেশে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট বার্তা দিলেন—আইন নিয়ে লড়াই হবে দিল্লিতে, রাজ্যে অশান্তি নয়।
মমতা বলেন, “এই ওয়াকফ আইন রাজ্যের অধিকার খর্ব করছে। সংবিধানের ১৮ ও ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যের অধিকার লঙ্ঘন করা হয়েছে। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী।”
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে মমতা দাবি করেন, “আপনারা বাংলাদেশ থেকে লোক এনে দাঙ্গা করাতে চাইছেন—এটা স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে বলা হয়েছে। তাহলে বিএসএফ কেন সীমান্তে গাফিলতি করল? কৈফিয়ত আপনাদেরই দিতে হবে।”
তিনি বলেন, “২৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক ধর্মের মানুষকে তাদের ধর্ম পালন এবং তার সম্পত্তি রক্ষা করার অধিকার দেওয়া হয়েছে। সেটা কেন্দ্র হরণ করছে।”
বিজেপির দিকে সরাসরি আঙুল তুলে বলেন, “আপনারা রাম-রহিম সকলের অধিকার কেড়ে নিচ্ছেন। সংবিধান ছিঁড়ে ফেলার চেষ্টা চলছে।”
রাজ্যবাসীর উদ্দেশে তাঁর আবেদন, “কোনও উস্কানিতে পা দেবেন না। অশান্তি রুখে দিন। আন্দোলন করতে হলে দিল্লিতে যান, এখানে নয়।”