কলকাতা: রাজভবনের গেটের বাইরে বিশৃঙ্খল পরিস্থিতি। বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়কে ব্যারিকেড দিয়ে থামিয়ে দেওয়া হয়। এ দিন বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনে যান শুভেন্দু। তিনি দাবি করেছেন যে ওই কর্মীরা ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত হয়েছেন। কিন্তু তিনি তাঁদের নিয়ে রাজভবনে প্রবেশ করতে পারেননি।
শুভেন্দুর দাবি, পুলিশ তাঁদের বাধা দেয়। যে কারণে দীর্ঘ সময় অপেক্ষা করেও তাঁরা ফিরে যেতে বাধ্য হন। বিজেপি নেতা আরও দাবি করেছেন যে দেশে যখন জরুরি অবস্থা জারি ছিল তখনও এমনটি হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ফ্যাসিবাদী রূপ’ উন্মোচিত। শুক্রবার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তিনি ও ‘আক্রান্ত’রা। এ নিয়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের রিপোর্ট তলব করেছে রাজভবন।
রাজভবনের অনুমতি সত্ত্বেও আক্রান্তদের ঢুকতে দেওয়া হয়নি বলে দাবি করেছেন শুভেন্দু। রাজভবনের একটু আগে শুভেন্দুর কনভয়কে পুলিশ বাধা দেয়। বিরোধী দলনেতাকে দীর্ঘক্ষণ গাড়িতে অপেক্ষা করতে হয়। সেখান থেকেও তিনি রাজ্যপালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন।
শুভেন্দু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি রাজ্যপালের কার্যালয়ে যোগাযোগ করেছেন। তাদের তরফে বলা হয়েছে, রাজভবনের বাইরের এলাকা কলকাতা পুলিশের অধীনে। তাই এ বিষয়ে তাদের কিছু করার নেই।