কলকাতা: বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজি কর-কাণ্ডের মামলার শুনানি অনুষ্ঠিত হবে না। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ ৫ সেপ্টেম্বর বসবে না, এর আগে জানানো হয়েছিল। এবার জানা গেল, অন্য বেঞ্চেও মামলাটি রাখা হয়নি। নতুন তালিকায় আরজি করের মামলা অন্তর্ভুক্ত করা হয়নি।
বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় যে, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ ৫ সেপ্টেম্বর বসবে না। এই বেঞ্চের বাকি দুই সদস্য বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র আলাদা করে ১০ নম্বর কোর্টের কিছু মামলা শুনবেন। তবে কোন মামলা শুনবেন তা স্পষ্ট ছিল না। এর ফলে আরজি কর মামলার শুনানি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। পরবর্তীতে সুপ্রিম কোর্ট থেকে দ্বিতীয় বিজ্ঞপ্তি জারি করে ১০ নম্বর কোর্টের মামলার নতুন তালিকা প্রকাশ করা হয়, যেখানে আরজি কর মামলাটি অন্তর্ভুক্ত হয়নি।
আরজি কর-কাণ্ডে মামলাকারীর পক্ষ থেকে লড়ছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। শুনানি পিছিয়ে যাওয়ার কারণে তিনি বুধবার সন্ধ্যায় দিল্লির উদ্দেশে রওনা দেন এবং বিমানবন্দরে পৌঁছে জানতে পারেন যে প্রধান বিচারপতির বেঞ্চ বসছে না। বিকাশ বলেন, ‘‘এটা আগে থেকে আমাদের জানানো উচিত ছিল। বেঞ্চ না বসার কথা এখন জানতে পারছি। এতে আমাদের সময়, টাকা দুই-ই নষ্ট হল।’’
উল্লেখ্য, আরজি কর-কাণ্ডের ঘটনায় ৯ আগস্ট এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ এবং খুন করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিচার দাবিতে আন্দোলন চলছে এবং জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতি পালন করছেন। ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে মামলার শুনানির অপেক্ষায় ছিলেন সকলে, তবে প্রধান বিচারপতির বেঞ্চ না বসায় শুনানি পিছিয়ে গেল।