182
ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চ। ছবি: রাজীব বসু
কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে ধরনা কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছেন তাঁরা। কিন্তু কলকাতা পুলিশ উৎসবের ভিড়ের কথা মাথায় রেখে ধরনার অনুমতি বাতিল করেছে।
ই-মেলে পুলিশ জানিয়েছে, পুজোর কেনাকাটার কারণে ধর্মতলায় ইতিমধ্যেই প্রচুর মানুষ ভিড় করছেন, যার ফলে ধরনার কারণে পরিস্থিতি আরও জটিল হবে।
শুক্রবার মধ্যরাত থেকে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরলেও, জুনিয়র চিকিৎসকরা সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার মধ্যে ১০ দফা দাবিপূরণ না হলে, তাঁরা আমরণ অনশনের পথে যেতে বাধ্য হবেন বলে জানিয়েছেন।