রাজনীতিকে অপরাধমুক্ত করার পথে বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের

ডেস্ক: রাজনীতিকে অপরাধমুক্ত করার পথে বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের। জনপ্রতিনিধিদের অপরাধ-যোগ প্রকাশ্যে আনতে হবে। মনোনীত হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে তা সামনে আনতে হবে।২০২০ সালে রাজনীতিকে অপরাধ-মুক্ত করতে বড় পদক্ষেপ করেছিল সুপ্রিম কোর্ট। এবার সেই নির্দেশকেই আরও কিছুটা কঠোর কড়া হল বলে মনে করা হচ্ছে।

সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দল যখন তাদের কোনও সদস্যকে ভোটে লড়ানোর সিদ্ধান্ত নেবে, নাম ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী প্রার্থীদের ফৌজদারি রেকর্ড প্রকাশ করতে হবে বলে রাজনৈতিক দলগুলিকে নির্দেশ দিল শীর্ষ আদালত। একইসঙ্গে রাজ্য সরকারগুলিকে ক্ষমতার অপব্যবহার করা থেকে রুখতে সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, বিধায়ক ও সাংসদদের বিরুদ্ধে থাকা চলা কোনও ফৌজদারি মামলা হাইকোর্টের অনুমতি ছাড়া প্রত্যাহার করা যাবে না। 

আরও পড়ুন: ঘাটালে দাঁড়িয়েই মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের ভূমিকা তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী, জলে নেমে দেখলেন বন্যা পরিস্থিতি


২০২০ সালে বিহারে বিধানসভা ভোটের সময় দেখা গিয়েছিল প্রায় ৩১ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। এ নিয়ে আদালত রায় দিলেও তাতে খুব একটা কাজ হয়নি বলেই অভিযোগ উঠেছিল। এরপরই সুপ্রিম কোর্ট বিষয়টি নিয়ে ভর্ৎসনা করে বিভিন্ন রাজনৈতিক দলকে। তখনই আদালত জানিয়েছিল, কোনও প্রার্থীর যদি ক্রিমিনাল রেকর্ড থাকে তা মনোনয়নপত্রে স্পষ্ট ভাবে উল্লেখ করতে হবে। নির্বাচিত হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে কিংবা মনোনয়ন পত্র জমা দেওয়ার কমপক্ষে দু’ সপ্তাহ আগে সেই বিস্তারিত জমা দিতে বলা হয়। 

Related posts

পর্দা ফাঁস করে চলেছেন একের পর এক অভিযোগকারিণী, সন্দেশখালি কি এখন ব্যুমেরাং হয়েছে বিজেপির?

রাজ্যের প্রায় সব জেলাতেই হতে পারে ঝড়বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া

আজ মনোনয়ন জমা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়