প্রথম পাতা খবর ‘খুব ইতিবাচক আলোচনা হয়েছে, আমি লিডার নই, আমি ক্যাডার’, সোনিয়ার সঙ্গে বৈঠকের পর বললেন মমতা

‘খুব ইতিবাচক আলোচনা হয়েছে, আমি লিডার নই, আমি ক্যাডার’, সোনিয়ার সঙ্গে বৈঠকের পর বললেন মমতা

87 views
A+A-
Reset

ডেস্ক: ‘খুব ইতিবাচক বৈঠক হয়েছে। আশা করছি ভবিষ্যতে ভাল ফলাফল পাওয়া যাবে।দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বিজেপি-কে হারাতে সবাইকে এক হতে হবে৷ সনিয়া এবং রাহুল গান্ধির সঙ্গে বৈঠক শেষ করে বেরিয়ে বিরোধী জোট নিয়ে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷  এ দিন বিকেল সাড়ে চারটে নাগাদ সনিয়া গান্ধির বাসভবন দশ জনপথে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির সঙ্গেই বৈঠক করার কথা ছিল তাঁর৷ বৈঠক শেষে জানিয়েছেন, আলোচনায় হাজির ছিলেন রাহুল গান্ধিও৷


বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা জানিয়েছেন, বৈঠক সদর্থ হয়েছে৷ এর সুফল ভবিষ্যতে পাওয়া যাবে৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপিকে হারাতে সবাইকে এক হতে হবে৷ আমি একা কিছু করতে পারব না৷ আমি লিডার নই, আমি ক্যাডার৷ আমি স্ট্রিট ফাইটার৷ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’৷ মমতার কথায়, “সোনিয়াজি আমায় চা খেতে ডেকেছিলেন। রাহুলজিও সেখানে ছিলেন। আমরা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছি। কোভিড-সহ বিরোধী জোট নিয়েই আলোচনা করেছি। খুব ভাল বৈঠক হয়েছে।” যদিও বিরোধী জোটকে নেতৃত্ব দেওয়ার বিষয়ে মুখে কুলুপ এঁটে রাখেন তিনি।

আরও পড়ুন: ত্রিপুরায় ব্রাত্য-সহ প্রতিনিধি দলের, আইপ্যাক কর্মীদের মুক্ত করে বড় প্রতিবাদের ডাক


এছাড়াও মমতা জানান, করোনা থেকে পেগাসাস, সব ইস্যুতেই কথা হয়েছে। বিরোধী জোটকে নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গ উঠলে তা এড়িয়ে গিয়ে মমতা বলেন, “বিজেপিকে হারাতে হলে সবার এক হওয়া জরুরি। আমি একা কিছু করতে পারব না। সবাই মিলে একসঙ্গে যা করার করতে হবে। জোটকে তিনিই নেতৃত্ব দেবেন কি না এই প্রশ্নের উত্তরে তৃণমূল নেত্রী জানান, আমি থোরাই লিডার, আমি তো ক্যাডার।”


মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শুধু বিরোধী জোট গঠনই নয়, এ দিনের বৈঠকে দেশের করোনা পরিস্থিতি, পেগাসাস বিতর্ক নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে৷ পেগাসাস বিতর্কে ফের সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্র কেন পেগাসাস নিয়ে জবাব দিচ্ছে না? মানুষ তো জানতে চাইছে৷ সংসদে সরকার কী জবাব দিল, মানুষ সেদিকে তাকিয়ে থাকে৷ এই ধরনের আলোচনা তো আর চায়ের দোকানে হয় না, লোকসভা, রাজ্যসভাতেই করতে হবে৷’

আরও পড়ুন: ‘সংসদে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে’, পেগাসাস ইস্যুতে সংসদের বাইরেই ঝড় তললেন রাহুল


যদিও মমতা ও সনিয়ার এই বৈঠকের আগে রাজনৈতিক মহলে অন্য একটি জল্পনা জন্ম নিয়েছিল। বুধবার সংসদ ভবনে প্রায় সমস্ত রাজনৈতিক দলগুলিকে সঙ্গে নিয়ে রাহুল গান্ধী বৈঠক করলেও সেখানে তৃণমূলের কোনও প্রতিনিধি হাজির ছিলেন না। ফলে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছিল এই মমতা ও সনিয়ার বৈঠক নিয়ে। তবে আজকে বৈঠকে রাহুল গান্ধী হাজির থাকায় সেই মতপার্থ্যকের জল্পনায় সাময়িক দাঁড়ি পড়ে গিয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.