ডেস্ক: রাজ্যে একের পর এক হাসপাতাল ও নার্সিংহোম থেকে অক্সিজেনের অভাবের দাবি তোলা হচ্ছে। এই অবস্থায় অক্সিজেন সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে একাধিক বড় পদক্ষেপ করা হয়েছে। এ দিন নবান্ন সূত্রে জানানো হয়, রাজ্যে ক্রমবর্ধমান অক্সিজেনের চাহিদার কথা মাথায় রেখে ৫৫ টি অক্সিজেন প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিগত কয়েক মাসের প্রচেষ্টায় মহকুমা স্তর পর্যন্ত মোট ১০৫ টি সরকারি কোভিড হাসপাতালে পাইপলাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ MGPS সুনিশ্চিত করা হবে। হাসপাতালগুলি প্রয়োজনে অক্সিজেনের পাইপলাইন সম্প্রসারণ করতে পারবে। অক্সিজেন সরবরাহে এলাকাভিত্তিক নিষেধাজ্ঞা শিথিল করা হল।’ বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য সরকার।
আরও পড়ুন: লকডাউনে বাইরে বের হলে দেখাতে হবে আধার কার্ড, নির্দেশ হাইকোর্টের
এই পদ্ধতিতে রাজ্যের প্রায় ১২,৫০০ জন কোভিড আক্রান্তকে ২৪ ঘণ্টা ধরে নিরবিচ্ছিন্নভাবে অক্সিজেন পরিষেবা দেওয়া সম্ভব। এছাড়াও আগামী ১৫ মে ২০২১ এর মধ্যেই আরও ৪১ টি সরকারি হাসপাতালে অক্সিজেনের পাইপলাইন বসানোর পরিকল্পনা রয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। সেক্ষেত্রে আরও ৩০০০ কোভিড রুগীকে সুচিকিৎসা দেওয়া যাবে বলেই মনে করছেন স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা।