উত্তরবঙ্গের উদ্দেশে নতুন ট্রেন পরিষেবা চালু করছে ভারতীয় রেল। নসিপুর ব্রিজ হয়ে এই প্রথমবার যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেন ছুটবে। আগামী শনিবার এই পরিষেবার সূচনা হতে চলেছে। পূর্ব রেল এবং উত্তর পূর্ব সীমান্ত রেলের উদ্যোগে শুরু হচ্ছে শিয়ালদহ-জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস।
এই ট্রেন সপ্তাহে এক দিন চলবে। প্রতি শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে ট্রেনটি এবং শনিবার দুপুর ১২টায় পৌঁছবে জলপাইগুড়ি রোডে। জলপাইগুড়ি রোড থেকে ফেরার সময় রবিবার রাত ৮টা ৩০ মিনিটে ছাড়বে এবং সোমবার সকাল ৮টায় পৌঁছবে শিয়ালদহে। ট্রেনটির পথে পড়বে নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর কোর্ট, আজিমগঞ্জ, জঙ্গিপুর, নিউ ফরাক্কা, মালদহ, সামসি, বারসই, কিশনগঞ্জ, আলুয়াবাড়ি, এনজেপি ও জলপাইগুড়ি রোড।
জলপাইগুড়ি রোড থেকে প্রথম যাত্রা শুরু হবে ১৪ জুন। ওইদিন বিকেল ৪টেয় ছাড়বে ট্রেনটি, এনজেপি পৌঁছবে ৪টা ৪০ মিনিটে, আবার ছাড়বে ৪টা ৫০ মিনিটে। পরদিন সকাল ৪টা ১৫ মিনিটে পৌঁছবে শিয়ালদহে।
নতুন এই ট্রেন চালু হলে বিশেষ সুবিধা পাবেন কৃষ্ণনগর, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলার বাসিন্দারা। এছাড়াও উত্তরবঙ্গের পর্যটকদের ভিড়ের মরশুমে টিকিটের জন্য বাড়তি সমস্যায় পড়তে হবে না। নসিপুর ব্রিজ হয়ে মালগাড়ির পরে এবার নিয়মিত যাত্রীবাহী ট্রেন চলবে।