রাজ্যে প্রবল গরমের জেরে আগামী ১৩ ও ১৪ জুন সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পার্বত্য অঞ্চল ছাড়া বাকি সব জেলার সরকারি ও সরকারপোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল এই দুই দিন বন্ধ থাকবে।
বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতির কারণে বহু স্কুলে অসুস্থ হয়ে পড়ছে পড়ুয়ারা। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা দফতর। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডলে এই ঘোষণা করে জানান, পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্কুল বন্ধের কথা জানিয়ে এক্স হ্যান্ডলে লেখেন, আগামী ১৩ জুন (শুক্রবার) ও ১৪ জুন (শনিবার) রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।