44
চার দিন টানা অনশন ও অবস্থানের পর এসএসসি দফতরের সামনে থেকে উঠে গেলেন তিন চাকরিহারা শিক্ষক। তবে আন্দোলন থেমে থাকছে না—আগামী ১৫ এপ্রিল তাঁরা রওনা হবেন নিজাম প্যালেস অভিযানের জন্য। এখনও ওয়াই চ্যানেলে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বহু চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকারা।
রবিবার দুপুরে ডাবের জল খেয়ে অনশন ভাঙলেন সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিচ্যুত পঙ্কজ রায়, সুমন বিশ্বাস এবং প্রতাপ কুমার সাহারা।
চাকরিচ্যুতির ইস্যুতে সরব বিজেপিও। রবিবার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত তারা মিছিল করবে বলে জানিয়েছে। মিছিলে উপস্থিত থাকবেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং জ্যোতির্ময় সিং মাহাতো। বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার করতেই বিজেপির এই তৎপরতা, বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।