একুশের প্রস্তুতি। ছবি: রাজীব বসু
কলকাতা: আগামীকাল, রবিবার ২১ জুলাই। ধর্মতলায় তৃণমূলের শহিদ স্মরণ কর্মসূচি। আগেরদিন, শনিবার ধর্মতলায় সভাস্থল পরিদর্শনে আসতে পারেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
লোকসভা ভোটের পর আয়োজিত হচ্ছে এবারের শহিদ স্মরণ কর্মসূচি। এ বারের লোকসভায় রাজ্য যথেষ্ট ভালো ফলাফল করেছে তৃণমূল। তার পর এই কর্মসূচি নিয়ে কর্মী সমর্থকদের বাড়তি উৎসাহ থাকার কথা। তার মধ্যে পাঁচ বছর পর ২১ জুলাই রবিবার। ছুটির দিন।
তৃণমূল নেতৃত্ব মনে করছেন, এ বার রেকর্ড ভিড় হবে। শুক্রবার থেকেই সল্টলেকের সেন্ট্রাল পার্কে উত্তরবঙ্গ থেকে তৃণমূলের কর্মী-সমর্থকেরা আসতে শুরু করেছেন। তা ছাড়াও নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, আলিপুরের উত্তীর্ণে দূরবর্তী জেলার কর্মী-সমর্থকদের রাখার ব্যবস্থা করেছে তৃণমূল।
এ দিকে শুক্রবারই কলকাতায় ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর কী কর্মসূচি রয়েছে, তা এখনও জানা যায়নি।