কলকাতা: আজ, রবিবার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহিদ স্মরণ কর্মসূচি। এ দিনের সভা থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, তা নিয়েই আগ্রহ সকলের। অনেকের মতে, প্রশাসনের পাশাপাশি সংগঠনের বিষয়েও রবিবারের সভা থেকে বার্তা দিতে পারেন তিনি।
তৃণমূল নেতৃত্বের অনেকের বক্তব্য, ২০২৬ সালের বিধানসভা ভোটের লক্ষ্যে দলকে দিশা দেবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ২০২৬ সালে নির্ধারিত সময়ে বিধানসভা ভোট হলে মাঝে আরও একটি ২১ জুলাই পড়বে। কিন্তু শাসকদলের নেতৃত্বের অনেকেই মনে করছেন, মমতা চাইবেন দু’বছর আগে থেকেই বিধানসভার লক্ষ্যে সংগঠন সাজাতে এবং দলের অভিমুখ ঠিক করে দিতে।
তৃণমূল কংগ্রেসের তরফে বারবারই বলা হচ্ছে, এনডিএ সরকার এবার আর গতবারের মতো শক্তিশালী নয়। তৃণমূলের দাবি, ইন্ডিয়া জোট ছবিটা ঘুরিয়ে দিতে পারে। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অখিলেশ যাদব ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে কোনও বার্তা দেন কি না নজর থাকছে সেদিকেও।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি বা অনুপস্থিতিও নজরে থাকবে রবিবারের সভায়। লোকসভা ভোটের পর চিকিৎসার জন্য ‘ছোট বিরতি’ নিয়েছিলেন অভিষেক। চিকিৎসা করিয়ে শুক্রবারেই আমেরিকা থেকে কলকাতায় ফিরেছেন তৃণমূলের সেনাপতি।