বঙ্গোপসাগরে নিম্নচাপ, শীতের পথে কাঁটা

কলকাতা: বুধবারেও নিম্নমুখী তাপমাত্রার পারদ। এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। তবে আলিপুর আবহাওয়া অফিস সূত্রের খবর, আগামী কয়েক দিনে উত্তুরে হাওয়ার শক্তি কমে যাওয়ায় প্রভাব পড়বে তাপমাত্রাতেও।

হাওয়া অফিস বলছে, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে আগামী কয়েকদিন। বজায় থাকবে শীতের আমেজ। তবে, শনিবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপ থাকার কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়ছে। এর ফলে রাজ্যে আসা উত্তুরে হাওয়ার শক্তিও কমতে পারে।

নিম্নচাপের প্রভাব কেটে গেলে আবার শীত শীত ভাব ফিরে আসবে দক্ষিণবঙ্গে। তখন আবার তাপমাত্রা কমবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতর জানাচ্ছে, আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে মেঘলা ভাব থাকলেও আপাতত আগামী দুই-তিনদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পেরনোর আগে এখনই বাংলায় জাঁকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই।

Related posts

অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট, ইঙ্গিতবাহী মন্তব্য মমতার

‘বাংলা বিরোধীদের বিসর্জন সময়ের অপেক্ষা’, মনোনয়ন পেশ করে আশাবাদী অভিষেক

পর্দা ফাঁস করে চলেছেন একের পর এক অভিযোগকারিণী, সন্দেশখালি কি এখন ব্যুমেরাং হয়েছে বিজেপির?