কলকাতা: আপাতত রাজ্যে কনকনে ঠান্ডার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী চার দিন রাজ্যের রাতের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। তবে রাজ্যের বিভিন্ন জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
সোমবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস রয়েছে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, সতর্কতা জারি করার মতো পরিস্থিতি নেই। অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং, এবং কোচবিহারে ঘন কুয়াশার কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে দৃশ্যমানতা কমে ৫০ মিটার পর্যন্ত নামতে পারে।
২৫ ডিসেম্বর বড়দিনে রাতের তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না। ফলে শীতের আমেজ থাকলেও কনকনে ঠান্ডার আশা নেই।
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এবং নদিয়ায় আগামী ২৩ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে। কোনও জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।