সকাল থেকেই শীতের আমেজ, উত্তুরে হাওয়ায় দাপটে নভেম্বরের শুরুতে আরও নামল পারদ

ডেস্ক: হেমন্তের পরিবেশ সারা বাংলা জুড়ে। সকাল থেকেই শীতের আমেজ। খুব সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশাও পড়ছে। সকালে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে তা কমার সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে। ফলে দিনের বেলাতে রোদ থাকলেও রাতে ক্রমশ কমছে তাপমাত্রা। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, ২০১৬ এর পর আবার এ বছর ১০ নভেম্বরের মধ্যে এতটা পারদ পতন। 


উত্তুরে হাওয়ায় দাপটে নভেম্বরের শুরুতে আরও নামল পারদ। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ৩ ডিগ্রি নীচে। কলকাতার পাশাপাশি জেলাতেও নেমেছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তুরে হাওয়ার দাপটে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে শীত শীত ভাব বজায় থাকবে। তবে, আগামী সপ্তাহেই নিম্নচাপের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ছত্তীসগঢ়ের সুকমায় সিআরপিএফ ক্যাম্পে সহকর্মীর গুলিতে নিহত চার সহকর্মী, আহত ৩


আগামী সপ্তাহের মঙ্গল-বুধবার নাগাদ এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে ৷ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে তামিলনাড়ু উপকূলের দিকে এগোবে। সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে পূবালী হাওয়ায় প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

Related posts

দাদা ইউসুফের প্রচারে বহরমপুরে ইরফান পাঠান

বৃহস্পতির দুপুরে কলকাতা ও আশেপাশের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি

সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, আজও কি ঝড়বৃষ্টির সম্ভাবনা?