মহিলা, পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি, কৃষকের সন্তান মন্ত্রী হয়েছেন, অনেকের পছন্দ নয়: মোদী

ডেস্ক: বাদল অধিবেশন শুরু হতে না হতেই বিরোধীদের বিক্ষোভের মুখে পড়তে হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এদিন প্রধানমন্ত্রী তাঁর নতুন মন্ত্রীদের পরিচয় করাতে চেয়েছিলেন। মোদী কিছু বলার আগের থেকে সোরগোল শুরু করেন বিরোধী সাংসদরা। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান অনেকে। বিরোধীরা নিত্যপ্রয়োজনীয় জিনিস, জ্বালানির মৃল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হয় বিরোধীরা। বক্তব্য রাখতে গিয়ে বারবার বাধা পান প্রধানমন্ত্রী। বিরোধীদের বাধায় বিরক্ত প্রধানমন্ত্রী কটাক্ষের সুরে বলেন, ‘মনে হচ্ছে দেশের মহিলা, পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি, কৃষকের সন্তান মন্ত্রী হয়েছেন, সেটা কিছু অনেকের পছন্দ নয়৷ সেই কারণে তাঁরা নতুন মন্ত্রীদের পরিচয় পর্বেও বাধা দিচ্ছেন৷’


এ দিন অধিবেশন শুরুর আগেই তাই প্রধানমন্ত্রী বিরোধীদের উদ্দেশে বলেন, ‘আপনারা সরকারকে কড়া প্রশ্ন করতেই পারেন৷ কিন্তু সেই প্রশ্নের জবাব দেওয়ার সুযোগও সরকারকে দিতে হবে৷’ কৃষক আন্দোলন, করোনা অতিমারি সামলাতে সরকারের ব্যর্থতার মতো বিভিন্ন অভিযোগে অধিবেশনের প্রথম দিন থেকেই মোদী সরকারের বিরুদ্ধে তীব্র বিরোধিতায় নেমেছে বিরোধী দলগুলি৷

আরও পড়ুন: লক্ষ্য ২৪, অগস্টের শুরুতেই ভিনরাজ্য অভিষেক!


এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ভেবেছিলাম নতুন সংসদে নতুন উদ্যম থাকবে যে এত বেশি সংখ্যায় মহিলা, দলিত, পিছিয়ে পড়া অংশের মানুষ, কৃষকের সন্তান, ওবিসি মন্ত্রী হয়েছেন। ভেবেছিলাম পিছিয়ে পড়া অংশের মানুষদের মন্ত্রিসভায় দেখে বিরোধীরা খুশি হবেন। তবে আমার মনে হয় যে এঁরা মন্ত্রী হওয়ায় কেউ কেউ হয়তো খুশি নয়। তাই তাঁদের স্বাগত জানাতে দিতে চান না বিরোধীরা।’


এদিকে, সংসদভবন থেকে বেরিয়ে এসে প্রধানমন্ত্রী বলেন, সরকার চায় করোনা অতিমারী নিয়ে সংসদে আলোচনা হোক। তবে এবার বাহু-তে যারা করোনা টিকা নিয়েছেন তারা এখন বাহুবলী হয়ে উঠেছেন। 

Related posts

আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা

আজ রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা, বিশেষ ট্রেন ও মেট্রো পরিষেবা

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সোমবার শুনানি সুপ্রিম কোর্টে